জালালাবাদ কলেজে বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৬:৫৬:১৮ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে সিলেটের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট ক্যাম্পাস হিসেবে পরিচিত জালালাবাদ কলেজ। শনিবার বিজয় দিবসের দিন সকালে কলেজের পক্ষ থেকে নগরীতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জীর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীগণ অংশ নেন। র্যালীটি কলেজের সোবহানীঘাট ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ফের ক্যাম্পাসে গিয়ে সমাপ্ত হয়।
র্যালীতে অন্যান্যের মধ্যে অংশ নেন জালালাবাদ কলেজের সহকারী অধ্যাপক ও কলেজ কো-অর্ডিনেটর ছায়েম আহমদ চৌধুরী, সমাজকর্ম বিভাগের প্রভাষক ফরিদ আহমদ, প্রভাষক আয়েশা বেগম, সালমা আক্তার, সাব্বির আহমদ মিজান, তাহমিন সিদ্দিকা, ফারুক আহমদ, জাবেদ আহমদ, সাদিকুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি