এনজেএল’র ১০ জটিল রোগীর বিনামূল্যে অপারেশন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৬:৫৭:২৭ অপরাহ্ন
মহান বিজয় দিবসে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন রোগীকে বিনামূল্যে নাক-কান-গলা রোগের অপারেশন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় নগরীর কাজলশাহস্থ এনজেএল সেন্টারে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় রোগীদের জন্য চিকিৎসাসেবা আজীবন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইএনটি সার্জন, ওসমানী হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডা: নূরুল হুদা নাঈম। তিনি বলেন, এনজেএল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষে। এ পর্যন্ত বিগত প্রায় ১২ বছরে প্রায় ৫ শতাধিক গরীব রোগীর বিনামূল্যে নাক-কান-গলার বিভিন্ন অপারেশন সম্পন্ন হয়েছে।
এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনজেএল-এর গর্বিত মা-বাবা সম্মাননা কার্যক্রমের সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি, সাংবাদিক এডভোকেট মঈন উদ্দিন মনজু, সাংবাদিক হাসান মোহাম্মদ শামীম, সকল অপারেশনে এনেস্থেশিয়ায় ছিলেন শহীদ শামসুদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. আমিনুল ইসলাম, আরএমও ডা: মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর এনজেএল টিম্পেনোপ্লাস্টি ডে উপলক্ষে ‘আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি’ স্লোগানকে প্রতিপাদ্য করে ১০ জন রোগীর ফ্রি কানের পর্দার অপারেশন টিম্পেনোপ্লাস্টি করা হবে। বিজ্ঞপ্তি