১০ ডিগ্রিতে নামলো তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১.২
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৭:৫১:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। এসব এলাকায় ভোরে কুয়াশা ও রাতে তীব্র শীত পড়ছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। রোববার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রোববার চুয়াডাঙ্গায় ১০.৪, রাজশাহীতে ১০.৭, দিনাজপুরে ১০.৮, ঈশ্বরদীতে ১১.০, শ্রীমঙ্গলে ১১.২, রাজারহাটে ১১.৪, বদলগাছীও নিকলিতে ১১.৫, যশোরে ১১.৬, সৈয়দপুর ও ডিমলায় ১২.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারাদেশে সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার এই অবস্থা মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০, রাজশাহীতে ২৫.৮, সিলেট-এ ২৬.৭, চট্টগ্রামে ২৬.৬ এবং বরিশালে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।