সিলামে আওয়ামীলীগের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৩, ৫:৫৯:১০ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি যতদিন বেঁচে থাকবো, জনগণের কল্যাণে কাজ করে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। তিনি দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এমপি হাবিবুর রহমান হাবিব রোববার রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহ খলিলুর রহমানের সভাপতিত্বে, ছাদিক মিয়া মেম্বার ও শাহজাহানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, উপজেলা আওয়ামীলীগ নেতা মিছবাহ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, আওয়ামীলীগ নেতা তুহিন আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা ইকবাল হোসেন, আব্দুর রহমান। বিজ্ঞপ্তি