সাবেক চেয়ারম্যান মোছলেহ উদ্দিনের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৩, ৬:১০:২৯ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের বাসিন্দা, কুলাউড়া ও জুড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোছলেহ উদ্দিন সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৭.১৫ ঘটিকায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। বাদ আছর কন্টিনালা কেন্দ্রীয় ঈদগাহে জানাজার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে লাশ দাফন করা হয়।