১ম বঙ্গবীর ওসমানী স্বর্ণপদক প্রদান
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৩, ৭:৪৪:৩৬ অপরাহ্ন
বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হলে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীকে জানতে হবে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মই পারবে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ এবং উন্নত রাষ্ট্রে পরিণত করতে। তরুণরাই পারবে বাংলাদেশের মুক্তিসংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহিদের এবং বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে।
তিনি শনিবার বঙ্গবীর ওসমানী গবেষণা ইনষ্টিটিউট এর উদ্যোগে ১ম বঙ্গবীর ওসমানী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বর্নিল আয়োজনের মধ্য দিয়ে মহানগরীর নাইওরপুলে অবস্থিত ওসমানী জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবীর ওসমানী গবেষণা ইনষ্টিটিউট এর মহাসচিব মো. জিয়ারত হোসেন খান ও রুনা সুলতানার যৌথ সঞ্চালনায় এবং বঙ্গবীর ওসমানী গবেষণা ইনষ্টিটিউট এর চেয়ারম্যান ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক এবং যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা। এবছর মোট ৩ গুণী ব্যক্তিকে বঙ্গবীর ওসমানী স্বর্ণ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের মধ্যে মরণোত্তর স্বর্ণপদক পেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার মরহুম ডা. এ. মালিক। এছাড়াও স্বর্ণপদক পেয়েছেন সাবেক সচিব ও কবি এ. এইচ মোফাজ্জল করিম এবং লেখক, গবেষক ও ভাষাসৈনিক প্রফেসর মো.আব্দুল আজিজ।
অনুষ্ঠানে মরণোত্তর স্বর্ণপদকপ্রাপ্ত ডা. এ মালিকের জীবন বৃত্তান্ত পাঠ করেন সিলেট বিএমএর সভাপতি ডা. শামিমুর রহমান, স্বর্ণপদক প্রাপ্ত অন্য দুইজন গুণী ব্যক্তির জীবনী পাঠ করেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল কাদের তাপাদার ও আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ। এসময় মরহুম ডা. এ. মালিকের পক্ষে মরণোত্তর স্বর্ণপদক গ্রহণ করেন তাঁর দুইপত্র মাসুদ মালিক ও মঞ্জুর মালিক।
পদক প্রদান শেষে বঙ্গবীর ওসমানী বিষয়ক রচনা প্রতিযোগিতায় ৩ টি বিভাগে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন ক্বারী আব্দুল হক। বিজ্ঞপ্তি