১ নং ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে পায়রা নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৩, ৮:১২:৪৬ অপরাহ্ন
কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী ও সংরক্ষিত কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা ১নং ওয়ার্ডের অসমাপ্ত কাজসহ সকল উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেছেন। রোববার রাতে পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তারা এ বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
তারা বলেন, ১নং দরগাহ মহল্লাকে একটি আদর্শ ওয়ার্ডে উন্নীত করতে অতীতের ন্যায় ভবিষ্যতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পায়রা এলাকায় মালনীছড়ার রিটেইনিং ওয়াল (আংশিক), ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও পুন:নির্মাণ, ফুটপাত, কালভার্ট এবং গলি রাস্তার কার্পেটিং কাজ শীঘ্রই শুরু করা হবে বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া এলাকাকে যানজট মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংঘের সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদুর পরিচালনায় আলোচনায় অংশ নেন সংঘের উপদেষ্টা সাদিক আহমদ, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আহমদ, সহসভাপতি সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর ও মুফতি আব্দুল খাবির, কোষাধ্যক্ষ নিয়াজ আজিজুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, রিপন আহমদ, বাবলা জায়গীরদার, শাহীন আহমদ, শাহেদুর রহমান শাবলু প্রমুখ। এর আগে কাউন্সিলরদ্বয় পায়রা সমাজকল্যাণ সংঘের কার্যালয়ে এসে পৌছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি