হরতালের সমর্থনে জেলা বিএনপির মিছিল
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৫:৩৮:৫২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, অবৈধ সরকারের এই সিট ভাগাভাগির নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন হতে পারে না। ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন হবে। সর্বাত্মক হরতাল পালনের জন্য সিলেটের জনগণকে তিনি ধন্যবাদ জানান।
মঙ্গলবার দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকায় হরতালের সমর্থনে সিলেট জেলা বিএনপির উদ্যোগ বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশীদ মামুন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম, শামীম আহমদ, ডাঃ নাজিম উদ্দিন, আহাদ চৌধুরী শামীম, জালাল খান, মিনহাজ উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন পান্না, বোরহান উদ্দিন, সুমেল আহমদ চৌধুরী, কামাল উদ্দিন, শাহীন আহমদ, রাসেল আহমদ, ফয়ছল আহমদ, বেলাল আহমদ, হারুন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি