সুনামগঞ্জে ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৫:৪৭:১৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনা করার সময় শহরের শহীদ আবুল হোসেন রোড এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি দু’তলা বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হরতাল-অবরোধের নামে শহর এবং শহরতলির বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে তাদের নেতৃত্বে দুটি স্থানে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটে। পুলিশ খবর পায় শান্তিবাগ এলাকায় এই দু’জনসহ কয়েকজন ছাত্রদল নেতা নাশকতার পরিকল্পনা করছে। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় একটি কার জব্দ করে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী জানিয়েছেন, নাশকতার পরিকল্পনা করার সময় পুলিশ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শহরের শহীদ আবুল হোসেন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। অন্যদের গ্রেপ্তারের জন্যও অভিযান চলছে।
এর আগে, সুনামগঞ্জে পুলিশ সদস্যদের বহনকারী একটি লেগুনাসহ দুটি স্থানে চোরগোপ্তা হামলা হয়। এসময় চারটি যানবাহন ভাংচুর করেছে হরতাল সমর্থক বিএনপি কর্মীরা। মঙ্গলবার সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শহরের রায়পাড়া ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই দুটি হামলার ঘটনা ঘটে।