জৈন্তায় হত্যা মামলায় দুই আসামি আটক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৬:২৯:১১ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর থানা পুলিশের পৃথক অভিযানে আব্দুস শুক্কুর হত্যা মামলার পলাতক এক মহিলাসহ এজহারভুক্ত দুই আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ২৪ নভেম্বর সকাল ৯ টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামে হত্যা করা হয় মাওলানা আব্দুস শুক্কুর নামের এক মাদ্রাসা শিক্ষককে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। ১৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে ও উপ পুলিশ পরিদর্শক সাহিদ মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে জৈন্তাপুর থানাধীন চারিকাটা ইউনিয়ন এর অন্তর্গত বাউরভাগ দক্ষিণ এলাকা হতে মামলার ৭ নং আসামি দলইপাড়া গ্রামের বদরুল ইসলামের স্ত্রী বিলকিছ বেগম (২২)কে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা এলাকা থেকে রাত ১০টায় এজাহার নামীয় ১নং আসামি দলইপাড়া গ্রামের মৃত নওয়াব আলী ওরফে সুবহান এর ছেলে হাজির আলী (৬৫)কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করে বলেন, মাওলানা আব্দুস শুক্কুর হত্যা মামলার আসামিরা দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। ১৮ ডিসেম্বর গোপন সংবাদের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে এদের আটক করে থানা পুলিশ। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।