হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৬:৩৬:২৯ অপরাহ্ন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্যালারীতে ‘ইনসেপশন’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।
প্রদর্শনীতে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন আলোকচিত্রীর ২৯ টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীর আয়োজন করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার বিচারকার্য করেছেন দৈনিক প্রথমআলোর আলোকচিত্রী আনিস মাহমুদ। প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছেন আলোকচিত্রী তাসিন হোসাইন নাবিল, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আলোকচিত্রী আসিফ হামজা ও তৃতীয় স্থান অধিকার করেছেন শাহরিয়ার হাসান। বিকাল ৫ টায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত।
এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের মডারেটর ড. মোঃ আবুবকর সিদ্দীক, আলোকচিত্র শিল্পী আনিস মাহমুদ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য মাহেরা আনজুম মম। বিজ্ঞপ্তি