প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেবে ৪ সহস্রাধিক ফোর্স
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৭:৪৮:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে আজ সিলেট আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে সিলেটজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে চলছে উৎসবের আমেজ।
এ দিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভিভিআইপি প্রটোকল নিয়ে অনেকটা নির্ঘুম রাত কাটছে প্রশাসনেরও। ইতোমধ্যে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) মাজার, সরকারী আলিয়া মাদরাসা মাঠের জনসভাস্থল এবং মঞ্চসহ পুরো নগরীতে সর্বোচ্চ নিরাপত্তার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশ ছাড়াও বাইরে থেকে পৃথক আরো আড়াইহাজার ফোর্স সংযুক্ত করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবাগত কমিশনার মো. জাকির হোসেন খান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কোনো স্তর নয়, পুরো সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চার হাজার পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সিলেটের বাইরে থেকে (ময়মনসিংহ রেঞ্জ) আড়াইহাজার পুলিশ ফোর্স যুক্ত করা হয়েছে। এছাড়াও পোশাকে-সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। এর বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো ইউনিট এবং স্পেশাল ফোর্স নিরাপত্তায় নিয়োজিত থাকছে।