সিলেটে ঢিলেঢালা হরতাল পালিত
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৮:৪২:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াত এবং সমমনা দল ও জোট আহুত মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকালের দিকে নগরীতে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীতে বাড়তে থাকে যান চলাচল। তবে হরতাল চলাকালে দিনভর দূরপাল্লার কোন সিলেট ছেড়ে যায়নি। সীমিত ছিল আন্তঃজেলা রোডে বাস চলাচল।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে সকালের দিকে সিলেট-সুনামগঞ্জ রোডের টুকেরবাজার এলাকায় মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। বেলা ১২টার দিকে নগরীর শিবগঞ্জ এলাকায় মিছিল বের করে সিলেট জেলা বিএনপি।
এর আগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে দফায় দফায় অবরোধের পর মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দেয় বিএনপি। একই দাবিতে একই দিনে হরতাল ডাকে জামায়াতও।