বিজয় দিবসে আইডিইবির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৩, ৮:৪৫:০৭ অপরাহ্ন
নগরীর পূর্তভবনস্থ অস্থায়ী কার্যালয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সহ সভাপতি (সিলেট অঞ্চল) প্রকৌশলী মো. নজরুল ইসলাম।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ এবং প্রকৌশলী মোহাম্মদ খালেদুর রহমান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা চৌধুরী, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী সালাহ উদ্দিন আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী নিকেশ চন্দ্র রায়, প্রকৌশলী মো. শামসুল আলম, প্রকৌশলী কফিল উদ্দিন আকন্দ, প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী, প্রকৌশলী মলয় কুমার রায়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রশীদ মসরুর। বিজ্ঞপ্তি