রাইজিং সান কিন্ডার গার্টেনের পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ৬:৩৭:২০ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জে রাইজিং সান কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১২ টায় রাইজিং সান কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের পরিচালনায় ও রাইজিং সান কিন্ডার পরিচালনা কমিটির সভাপতি সাইদুল হক সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুরুল আলম ও অভিভাবক মো. সেলিম আহমদ।এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম, শিক্ষানুরাগী আরিফ আহমদ, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, নাহিদ আহমেদ, নেওয়াজ আহমেদ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়। এর আগে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে নিজেদের মেধার স্বাক্ষর রাখেন।





