সুনামগঞ্জে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৫:১৯:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫ টি আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষণা দিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার দুপুর থেকে সুনামগঞ্জ ৪ আসনের নৌকার প্রার্থী ড. সাদিকের পক্ষে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে এমন বার্তা প্রদান করেন তিনি।
এ সময় সদর ও বিশ্বম্ভরপুর এলাকার ভোটারদের নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটানোর আহবান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। পরে তিনি তাহিরপুরের বাদাঘাটে সুনামগঞ্জ ১ আসনের নৌকার প্রার্থী রণজিৎ সরকারের জনসভায় বক্তব্য রাখেন।