বিয়ানীবাজারে সেলিম উদ্দিনের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৫:৩২:৫৩ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাবেক এমপি সেলিম উদ্দিন বলেছেন, আমার প্রতিশ্রুতি জনগণের কল্যাণের জন্য। বিগত দিনে আমি এমপি হিসেবে যে উন্নয়ন করেছি তা উদাহরণ সৃষ্টি হয়েছ। আগামীর জন্য এই উন্নয়ন মাইলফলক হিসেবে কাজ করবে।
তিনি বুধবার বিকেলে বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগকালে একথা বলেন। পরে কুড়ারবাজার ইউনিয়নে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এসময় কার্যালয়ে কর্মী-সমর্থক ও ইউনিয়নের মুরব্বিয়ানদের সাথে মতবিনিময় করেন। পরে বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় শেষে সন্ধ্যায় মোল্লাপুর ইউনিয়নের কালিবাড়ি বাজারে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম উদ্দিন। পরে কার্যালয়ের সম্মুখে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তিনি।
পথসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার, সিলেট মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শফিক আহমদ ও সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু। বিজ্ঞপ্তি