বিমানবন্দর রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র্যালী
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৫:৩৩:৫৭ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য বিজয় র্যালী সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে র্যালীটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ফেডারেশনের বিমানবন্দর থানার সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও জালালাবাদ থানা সভাপতি নাজমুল ইসলামের পরিচালনায় র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সভাপতি ফরিদ মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি এরশাদ আহমদ তপু, সাধারণ সম্পাদক আল আমিন আহমদ সুহেল, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামসুজ্জামান মাহবুব, ৩৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৩৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিতু মুন্না ও শ্রমিক নেতা সাদমান আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি