গোলাপগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৫:৩৪:৪৯ অপরাহ্ন
গোলাপগঞ্জ উপজেলার বাঘা পরগনা বাজারস্থ হাজেরা প্রি-ক্যাডেট ইসলামী একাডেমির বার্ষিক ফলাফল মূল্যায়ন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইউনুছ চৌধুরী।
বিদ্যালয়ের সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম কলিম, গোলাপনগর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক শিহাবুজ্জামান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সায়েম আহমদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাজরিন জান্নাত নওশিন ও ফাতেমা জান্নাত আনিকা।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক শিরিন আক্তার, রিতা রানী নাথ, নিরেন্দ্র বিশ্বাস, শাহ আলম, সাকেরা বেগমসহ অভিভাবকগণ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি