ওসমানী বিমানবন্দরে হঠাৎ মৌমাছির আক্রমণ
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:০০:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত অর্ধশত মানুষকে কামড়েছে মৌমাছি। বুধবার বেলা পৌনে ১২টার বিমানবন্দরের ভিআইপি লাইঞ্জের প্রবেশমুখে এই ঘটনা ঘটে। এ সময় বিমানবন্দর এলাকায় আতংক দেখা দেয়।
জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টা ৩৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানাতে এর আগে থেকেই বিমানবন্দরের ভিআইপি লাইঞ্জের সামনে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। প্রধানমন্ত্রী বিমানবন্দর এলাকা ত্যাগ করার পরপরই ভিআইপি লাইঞ্জের প্রবেশমুখে বাইরে পানির ট্যাংকের উপরে একটি গাছে বাসা বাধা মৌমাছির ঝাঁকে একটি পাখি ছু মারে। এ সময় মৌমাছির ঝাঁক দিগিবদিক ছুটে গিয়ে ভিআইপি লাইঞ্জের প্রবেশমুখে থাকা বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কামড়াতে শুরু করে। এসময় সেখানে উপস্থিত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছুটোছুটি শুরু করেন। এতে অন্তত ৫০ জনকে কামড়েছে মৌমাছির দল।
এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের এসিস্ট্যান্ড সিকিউরিটি ডিরেক্টর মো. শহিদুল ইসলাম বলেন- বিষয়টি শুনেছি। তবে আমি এসময় বিমানবন্দরের ভেতরে ছিলাম। তাই বিস্তারিত বলতে পারছি না।