সোবহানকে গ্রেফতারে জগন্নাথপুর-শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৯:০০:৪৬ অপরাহ্ন
জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান ও যুবদল নেতা ফখর উদ্দিন লাভলুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের নেতৃবৃন্দ। অবিলম্বে সোবহান-লাভলু সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক যৌথ বিবৃতিতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের আহবায়ক তোফাজ্জল হোসেন বেলাল ও সদস্য সচিব এমদাদুল হক স্বপন বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে বিরোধী মতের নেতাকর্মীদের গণগ্রেফতার চলছে। এরই আলোকে ষড়যন্ত্রমূলক গায়েবী মামলায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। এর পরিণতি ভালো হবেনা। অবিলম্বে বিএনপি নেতা আব্দুস সোবহান ও যুবদল নেতা লাভলু সহ কারান্তরীণ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দিন ও গণগ্রেফতার বন্ধ করুন। বিজ্ঞপ্তি