সদর কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বিজয় র্যালী
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩, ৪:৫৯:৩৭ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন সিলেট সদর কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য বিজয় র্যালী সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে র্যালীটি নগরীর মেজরটিলা শ্যামলী পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিলাগড় পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট সদর কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগর অফিস সম্পাদক আব্দুল জলিল, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি মোঃ আকবর আলী, সিলেট সদর ইলেক্ট্রনিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জমশেদ আহমদ ও শ্রমিক নেতা রায়হান আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি