কেমুসাসের ১১৮০ তম সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩, ৫:১০:২৭ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সাধারণ সম্পাদক সৈয়দ মবনু বলেছেন, সাহিত্যচর্চা একটি সাধনার নাম। নীরব সাহিত্যচর্চার ফলে মানুষের জৈবিক ও আত্মিক উৎকর্ষ সাধিত হয়। সেই চর্চা ব্যক্তিকে মার্জিত করে তার আবেগ-অনুভূতি ও মূল্যবোধকে জাগ্রত করে তোলে।বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটে কেমুসাসের ১১৮০ তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কবি পলক রহমান, লিজি আহমেদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও হুসাইন ফাহিম।
সাহিত্যকর্মী কামাল আহমদের সঞ্চালনায় আসরে লেখাপাঠে অংশ নেন এম শহিদুল ইসলাম, সিরাজুল হক, দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শামশাদ, বাহাউদ্দিন বাহার, জুবের আহমদ সার্জন, ইকবাল আহমদ ও কুবাদ বখত চৌধুরী রুবেল। আসরে সঙ্গীত পরিবেশন করেন আবদুল্লাহ আল আবির, কয়েস মিয়া, এথেন্স শাওন ও বাউল কালা মিয়া। বিজ্ঞপ্তি





