ফেঞ্চুগঞ্জে ডা. দুলালের নির্বাচনী অফিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩, ৫:১২:০১ অপরাহ্ন
সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, আধুনিক-আলোকিত ও সমৃদ্ধ সিলেট-৩ আসন গড়তে আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় উন্নয়ন কর্মকা- সমবন্টন ও ইনসাফ প্রতিষ্ঠায় ট্রাক প্রতীকের বিকল্প নেই।
বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ বাজারে তার নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি একথা বলেন। পরে, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ফেঞ্চুগঞ্জ বাজার, মাইজগাও বাজার ও মনিপুর চা বাগানে গণসংযোগ করেন।
এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এ আর চৌধুরী সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল বারী, সদস্য সচিব সালেহ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী দেবাশিষ বাসুসহ স্থানীয় বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি