কানাইঘাটে মাওলানা হুছামুদ্দীনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩, ৬:২৪:৫৭ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কানাইঘাট উত্তর বাজার আল-জালাল ম্যানশনে কেটলি মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।এ সময় আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলিম-উলামাসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, অবহেলিত কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নসহ মানুষের মধ্যে ইনসাফ ও মানবতা প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কথাগুলো মহান জাতীয় সংসদে তুলে ধরার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচনে প্রচার-প্রচারনার জন্য যেখানে যাচ্ছেন সর্বস্তরের আলিম-উলামা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতস্ফুর্ত সমর্থন পাচ্ছেন উল্লেখ করে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে দলমত নির্বিশেষে সকল মানুষের ভোটে তিনি নির্বাচিত হবেন। নির্বাচনী অফিস উদ্বোধনের পূর্বে কানাইঘাটের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।