আমেরিকা চায় সংঘাতমুক্ত নির্বাচন, আমরাও চাই : সিলেটে পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৩, ৮:৫৩:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। তাদের নেতৃত্বে গড়মিল আছে। বিএনপি দেশের সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করছে। এটাকে গণতন্ত্র বলে না, এটা সন্ত্রাসী। আমেরিকা সংঘাত চায় না। আমেরিকা চায় সংঘাতমুক্ত নির্বাচন, আমরাও চাই।শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনায় ইজতেমা মাঠে জুমার নামাজ ও নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন বানচাল করতে বিএনপিসহ বিরোধী দলগুলো সন্ত্রাসী কার্যকলাপ করছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে বিদেশিদের কাছে প্রকৃত সত্য তুলে ধরা হয়েছে। এতে বিদেশিদের ভুল ভাঙছে। সুতরাং ভুল তথ্য দিয়ে বিদেশিদের সহানুভূতি কুড়ানোর সুযোগ আর নেই।এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।