জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৫:৪৪:২৮ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ব্যাডমিন্টন খেলার মাঠে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিফাত আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার রাত ৯ টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটেছে। রিফাত ওই গ্রামের বাসিন্দা ও ফুলতলা বাজারের সাবেক ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের কনিষ্টপুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের মত শুক্রবার রাতে বাড়ীর পাশে মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় রিফাত। তখন পল্লী বিদ্যুতের মূল খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- রিফাত মাদরাসায় লেখাপড়া করতো। পড়া বাদ দিয়ে ইলেক্ট্রিশিয়ানের সহকারী হিসেবে কাজ করতো। ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে সে গাছে উঠে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায়। এবিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই।