ওসমানীনগরে প্রাক্তন ছাত্র পরিষদ’র বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৫:৫৩:০৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে নবগ্রাম হাজি মোঃ ছাইম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ’র বার্ষিক সাধারণ সভা-২৩ইং সম্পন্ন হয়েছে।
আজ ২৩ ডিসেম্বর দুপুর ২টায় মাদারবাজারস্থ বিদ্যালয়ের হল রুমে সংগঠনের সভাপতি সাবেক শিক্ষক মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: মতাহির আলী রানা এবং ফুজায়েল আহমদ মাহফুজ এর পৃথক সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতা সব্যসাচী লেখক মোহাম্মদ সাদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা প্রতাপ তালুকদার, ডা: তখলিছ আলী, রোটারিয়ান কাজী মঈসুল ইসলাম হেলাল, মমনুর রহমান মমনুন,উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান, সংগঠনের কর্মকর্তা জাকির হোসেন জিলা, আব্দুর রব, আব্দুর রহমান, কবি বুরহান উদ্দিন, সাদিকুর রহমান মামুন, শেখ সাইফুল ইসলাম, জুয়েল আহমদ সাদ মিয়া। উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সম্পাদক কামাল আহমদ, সাবেক শিক্ষার্থী তপন সোম, সংগঠনের সদস্য সুমাইয়া আক্তার, মারিয়া বেগম, মাহিরুল ইসলাম, সজিব আহমদ,তানিমা জান্নাত,ফাহাদ আহমদ, আব্দুল মাসুদ, শাহরিয়ার আহমদ, মুরশিদা জাহান রুমা, ফাহিম আহমদ,তামান্না বেগম, কাজী মাহদিয়া আক্তার, সাদিয়া খাঁনম। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন নোমান আহমদ, সংগঠনের বার্ষিক প্রতিবেদন ও আগামি বছরের পরিকল্পণা পেশ করেন সাধারণ সম্পাদক ডা: মতাহির আলী রানা।