বিএসপিএ সিলেটের নতুন কমিটি : সভাপতি মঞ্জুর, সা. সম্পাদক আহবাব
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৬:৩৭:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ক্রীড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে বিএসপিএ সিলেটের দ্বিÑবার্ষিক সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য (২০২৪Ñ২০২৫) নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি পদে মঞ্জুর আহমদ (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), সহ সভাপতি হাসান মোহাম্মদ শামীম (আরটিভি), সাধারণ সম্পাদক পদে আহবাব মোস্তফা খান (দৈনিক জালালাবাদ), যুগ্ম সম্পাদক মো: ওলিউর রহমান (দৈনিক উত্তরপূর্ব), কোষাধ্যক্ষ আফজাল হোসেন (ক্রিকেট-৯৭), কার্যনির্বাহী সদস্য, শফিকুর রহমান চৌধুরী(বাংলাদেশ বেতার), মিজান আহমদ চৌধুরী(সিলেটের সকাল), মিজানুর রহমান(ফ্রিল্যান্স), মাসুম আহমদ (ফ্রিল্যান্স), নাহিদ চৌধুরী(সিলটিভি) এবং এক্স অফিসিও হিসেবে মান্না চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ সভাপতি কাজী শহিদুল আলম ও সাবেক কোষাধ্যক্ষ রাকিবুর রহমান।
এর আগে দ্বিÑবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসপিএ সিলেটের সভাপতি মান্না চৌধুরী। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন আহবাব মোস্তফা খান। ট্রেজারারের রিপোর্ট উপস্থাপন করেন মো: ওলিউর রহমান।
রিপোর্টের ওপর প্রাণবন্ত আলোচনায় অংশ নেন, বিএসপিএ সিলেটের সহÑসভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদ মিজান আহমদ চৌধুরী, বিএসপিএ সিলেটের নির্বাহী সদস্য হাসান মোহাম্মদ শামীম, মঞ্জুর আহমদ, মিজানুর রহমান, সদস্য কাইয়ুম আল রনি, আফজাল হোসেন, শাহীন আহমদ, তানজিল শাহরিয়ার, মোহাম্মদ জহির ও জুয়েল আহমদ নুর।