নগর বিএনপির সেক্রেটারী ও জেলা যুবদলের সভাপতি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৬:৩৭:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : লিফলেট বিতরনকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর বন্দরবাজার থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন।
পুলিশ বলছে- তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশতকার মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি জানান, এমদাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ৪টি ও মুমিনুল ইসলাম মুমিনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।