সুনামগঞ্জে ভোট বর্জনের প্রচারে বিএনপি
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৬:৪৪:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে সরকারি দল আওয়ামী লীগের তৈরি ‘ডামি দল’ ও ‘ডামি প্রার্থীর’ নির্বাচন বলে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রচারে নেমেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।এই ভোট ঐক্যবদ্ধভাবে বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে দলটি গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার জেলা সদর, ছাতক-দোয়ারা, তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেছে।
বিএনপির পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলাম অনলাইনে ভোট চাহিয়া লজ্জা দিবেননা এমন লেখায় ব্যাপক সাড়া জাগিয়েছে।শনিবার ভোট বর্জনের আহবানে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। এরপর রোববার আবারও সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি নিচ্ছে বিএনপি।
শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শামসুজ্জামান সহ সভাপতি লিয়াকত আলী,প্রকাশনা সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার ও সরদার পুর পয়েন্ট প্রচারপত্র বিতরণ করেন। এ সময় তারা পথচারী, দোকানের কর্মচারী, রাস্তায় চলা গাড়ি-রিকশার চালক ও যাত্রীদের হাতে প্রচারপত্র তুলে দেন। তাঁর সঙ্গে কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুলের নেতৃত্বে অনলাইনে অফলাইনে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, ৭ জানুয়ারির ভাগ-বাঁটোয়ারার নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোটকেন্দ্রে যাবে না। আমরা জনসাধারণকে বলব, ঐক্যবদ্ধ হয়ে এই ডামি নির্বাচন বর্জন করুন। কেউ ৭ জানুয়ারি ভোটকেন্দ্র যাবেন না। আপনি নিজেও যাবেন না, অন্যকেও যেতে বারণ করুন।’