এসআইইউ’তে ইন্টার কলেজ আইসিটি ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৩, ৭:৫৭:১১ অপরাহ্ন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখ ইন্টার কলেজ আইসিটি ফেস্ট-২০২৩ অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় আইসিটি ফেস্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম।
উক্ত আইসিটি ফেস্টে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: মাসুদ, সিলেট আইবিআইটি’র অধ্যক্ষ মো: মিরাজ আহমেদ এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের উপদেষ্ঠা প্রফেসর ড. মো: ফরহাদ রাব্বী।
আইসিটি ফেস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমসি কলেজ, মুহিবুর রহমান একাডেমি, সিলেট সরকারি কলেজ, সিলেট পলিটেকনিকেল ইনস্টিটিউট ও আইবিআইটি। উক্ত প্রতিষ্টান গুলো project showcasing, Smart City Ideathon ২টি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, Project showcasing ১ম স্থান অধিকার করে এমসি কলেজ ও সরকারি কলেজ Tech Titans, ২য় স্থান অধিকার করে আইবিআইটি Team Seven এবং Smart City Ideathon ১ম স্থান অর্ধিকার করে সিলেট পলিটেকনিকেল ইনস্টিটিউট The Smart Problems, ২য় স্থান অধিকার করে মহিবুর রহমান একাডেমির Finders Teams উক্ত অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারজানা আক্তার, আহবায়ক হিসেবে ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রভাষক মো: উমর ফারুক জাহাঙ্গীর। আমেরিকান কর্ণার এবং সিএসই বিভাগের যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি