মেজরটিলায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৫:২১:০৫ অপরাহ্ন
সরকারের অবৈধ ক্ষমতালিপ্সার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে : এডভোকেট জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ক্ষমতাসীন সরকারের অবৈধ ক্ষমতালিপ্সার কারণে মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জনগণ দ্বারা নির্বাচিত না হওয়ায় দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশে শৈত্যপ্রবাহ বেড়ে চলেছে। এতে মানুষের দুর্ভোগ ক্রমশই বেড়েছে। অসহায় হতদরিদ্র মানুষের শীত নিবারণে সাধ্যমত সামর্থবানদের এগিয়ে আসতে হবে। সীমাহিন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আর্তমানবতার কল্যাণে শীতার্ত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ।
তিনি রোববার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর শাহপরান পূর্ব থানার উদ্যোগে মেজরটিলা (ইসলামপুর) এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ। এসময় শাহপরান পূর্ব থানা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসহায় শীতার্ত মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। এমন কঠিন সময়ে বিবেকের তাড়নায় সাধ্য অনুযায়ী সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাই মিলে দাঁড়ালে হতদরিদ্র মানুষগুলো এই শীতে পরিবার পরিজন নিয়ে কোনমতে দিন কাটাতে পারবে। বিজ্ঞপ্তি