প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৫:৫১:৩১ অপরাহ্ন
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে ‘প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন’ শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকালে নগরীর টিলাগড়স্থ উপ-পরিচালকের কার্যালয়ে যুব ভবন হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার পরিচালক-প্রশিক্ষণ (যুগ্ম সচিব) মোঃ খন্দকার রুহুল আমীন।সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও পরিকল্পনা) মোঃ হারুনুর রশিদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার উপপরিচালক (প্রশিক্ষণ) মোয়াজ্জেম হোসেন গাজী, যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের কো অর্ডিনেটর মোঃ ইমরুজ এরশাদ।
যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামিম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপপরিচালক মোঃ ইয়াকুব আলী ও মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ।
কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এর উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় যুব সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোঃ নজরুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার উপপরিচালক, সহকারী পরিচালক, সিলেট জেলা অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট যুব সংগঠক মোঃ আফিকুর রহমান আফিক, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি আশফাক উদ্দিন আহমদসহ কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ খন্দকার রুহুল আমীন বলেন, আত্মপ্রত্যয় নিয়ে জাতি গঠনে দক্ষ যুব শক্তির বিকল্প নেই। লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের অর্থনীতি উন্নয়নে যুবদের সম্পৃক্তিকরণের গুরুত্বারোপ করে বলেন, যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক, যুবতীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। তবে আত্মনির্ভর হতে গেলে নিজের অতীতকে ভুলা যাব না। তবেই নিজের লক্ষ্যে পৌঁছানো যাবে। বিজ্ঞপ্তি