বাদাঘাটে সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৬:২৯:০০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সোনালী ব্যাংক পিএলসি বাদাঘাট শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে এর উদ্বোধন করে সোনালী ব্যাংক পিএলসি সিও এন্ড ম্যানেজিং ডাইরেক্ট আফজাল করিম।
সুনামগঞ্জ জেলা ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাংসু আচার্য্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক সিলেট জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি। এ সময় তাহিরপুর উপজেলা সোনালী ব্যাংক শাখার ম্যানাজার নিখিলেশ তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।