চিকিৎসা সেবায় ডায়াবেটিক হাসপাতাল দৃষ্টান্ত স্থাপন করেছে : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৬:৩০:৫৬ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছেন। মহামারি করোনাকালীন সময়ে বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা কম হওয়ার একমাত্র কারণ চিকিৎসা ক্ষেত্রে সরকারের ব্যাপক সুযোগ সুবিধাসহ বিনামূল্যে করোনার টিকা প্রদান। যা বিশ^ স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রসংশিত। উক্ত সময়ে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল ডায়াবেটিসসহ সাধারণ চিকিৎসা সেবা অব্যাহত রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি রোববার বেলা সাড়ে ১২ টায় সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম পরিদর্শন ও ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দের সাথে বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, ডায়াবেটিস জটিল রোগ হলেও সচেতনতা ও নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে সুস্থ্য থাকা সম্ভব। আন্তরিকতার সাথে ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য তিনি কার্যকরি কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি হাসপাতালের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরি পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন এর পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি ডা. মো. আলতাফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য্য এডভোকেট, শিবব্রত ভৌমিক চন্দন, কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, কার্যকরি কমিটির সদস্য কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, নাজনিন হোসেন, বশিরুল হক, কে. এ. কিবরিয়া চৌধুরী, আলামুস সাদাত চৌধুরী, এ. এইচ. এম. মুস্তাকিম চৌধুরী (অনি), সমিতির দাতা সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, জীবন সদস্য আয়কর আইনজীবী অধ্যাপক শফিকুর রহমান, সাংবাদিক সিরাজুল ইসলাম, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: রেজওয়ান আহমদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ শেফুল, মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, আলম খান মুক্তি, বদরুল ইসলাম জাহাঙ্গীর, ইফতেখার আহমদ লিমন, সাংবাদিক সেলিম আওয়াল, মতিউর রহমান, সুপারিনটেন্ডেট ডা. আলাউদ্দিন আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথসহ অত্র হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন। বিজ্ঞপ্তি