জালালাবাদ যুব উন্নয়ন ফোরামের সবজি চাষ প্রশিক্ষণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৬:৩৪:৫১ অপরাহ্ন
জালালাবাদ যুব উন্নয়ন ফোরাম (জাউফ) কর্তৃক আয়োজিত ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট কর্তৃক পরিচালিত সবজি চাষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী যুব উন্নয়ন অফিসার নিলুফার ইয়াছমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জাউফের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সভাপতি জামাল খান, উপদেষ্টা তাজুল ইসলাম ও গোলাম রব্বানী, জাউফ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য লিয়াকত আলীসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, সদস্য ও প্রশিক্ষণার্থী।
সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ যুব উন্নয়ন ফোরামের সভাপতি সাদ উদ্দিন খান। সহ-সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ যুব উন্নয়ন ফোরাম (জাউফ)এর সহ-সভাপতি আরশ আলী। বিজ্ঞপ্তি