মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৭:০০:৩৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে আখাউড়া-সিলেট রেল সেকশনে তেলবাহী ট্রেনের পরিচালকের বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সকাল ৯ টা ১৫ মিনিটে মনতলা রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সিলেট-ঢাকা রেল সেকশনে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
মনতলা রেল স্টেশন মাষ্টার আতাউর রহমান খাদেম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সিলেটগামী তেলবাহী একটি ট্রেন মনতলা রেল স্টেশনে পৌঁছলে ট্রেনের পরিচালক বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। রিলিফ ট্রেন এনে এটিকে স্বাভাবিক করার চেষ্টা চলছে।