ওসমানীনগরে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৭:০৩:৩৭ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে সুরেজা বেগম ফাউন্ডেশন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের ১শ ৮০জন শিক্ষার্থীর মধ্যে ৫৯জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুল ১৫জন, মেরিট ১৫জন এবং সাধারণ ক্যাটাগরিতে ২৯জন রয়েছেন।
বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর হচ্ছে, ট্যালেন্টপুল : ১৭৩, ১৩২, ২৮৪, ১৫৩, ২০১, ২৫২, ২৭৫, ১১৪, ২৯৩, ২১৫, ১৩৭, ১৭০, ২৮৬, ১৩০, ১২০,
মেরিট : ২২৪, ১১৫, ২৫৫, ২৭২, ১২৯, ২০৩, ২৭৬, ১৫৪, ১৩৫, ১৫০, ২২৭, ২১৮, ১৩৬, ১৭৭, ১৬৫,
সাধারণ: ২৮৩, ১২৬, ১৭১, ১০৫, ২১৬, ১২৭, ১৫৫, ২২২, ২৩৬, ২০৪, ২৫৪, ২৯৭, ১০১, ১০৯, ১২১, ১৮৫, ১৬২, ১৮২, ১৯৯, ১৮৭, ১৮০, ১৪৯, ২২১, ২৭৭, ২২৮, ১৪৬, ১২৮, ১১১, ১২২।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গণি জানান, এবারের পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। আগামিতে আমরা ওসমানীনগর-বিশ্বনাথ, বালাগঞ্জ ও মৌলভীবাজারের আংশিক এলাকার জুনিয়র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সুযোগ সৃষ্টি করবো।