ওসমানী মেডিকেলে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের আহ্বান ৮ সংগঠনের
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৭:১১:২৩ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের আহবান জানিয়েছেন সিলেটের ৮ সংগঠনের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় নীতিমালা বহির্ভূত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার জোর আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় সিলেট ৮টি সংগঠন ও অপরাপর সিলেটপ্রেমি সংগঠন সমূহের সাথে সমন্বয় সাধন করে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি সিলেট বিভাগের সকল সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে ৩য় ও ৪র্থ শ্রেণি নিয়োগের ক্ষেত্রে ১০০% সিলেট নাগরিককে নিয়োগ দিতে হবে।
বিবৃতিদাতারা হলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শফিকুর রহমান, সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এডভোকেট, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ সিলেট জেলা সভাপতি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহের, বঙ্গবীর এমএজি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বিজ্ঞপ্তি