জকিগঞ্জে কেটলি মার্কার উঠান বৈঠক
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৩, ৭:১৭:০০ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জকিগঞ্জ উপজেলার লামারগ্রামের রায়পুরী ছাহেব বাড়িতে কেটলি মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী৷এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন লামারগ্রাম জামেয়ার নাজিম শায়েখ আব্দুস সাত্তার, রায়পুরী ছাহেব (র.) এর নাতি ডা. হাবিবুল্লাহ মিসবাহ, খলাছড়া ইউনিয়ন আল ইসলাহের সহসভাপতি মাওলানা আব্দুল কাদির প্রমুখ।
লামারগ্রাম ছাহেব বাড়ির পক্ষ থেকে কেটলি মার্কার পক্ষে সমর্থন জানিয়ে ডা. হাবিবুল্লাহ মিসবাহ বলেন, ইসলামী মূল্যবোধ, সকল শ্রেণিপেশার মানুষের ন্যায্য হক ও ইনসাফ রক্ষায় মাওলানা হুছামুদ্দীন চৌধুরীকে জয়যুক্ত করার আহ্বান করছি। বিজ্ঞপ্তি