স্প্রিং ফিল্ড স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৬:৫১:৪১ অপরাহ্ন
সিলেট নগরীর শাহজালাল উপশহরের জি-ব্লকের ইংলিশ মিডিয়াম স্প্রিং ফিল্ড স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল ড. মো. এখলাসুর রহমান, স্কুলের ডাইরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান উপদেষ্টা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল, স্কুলের পরিচালকদের মধ্যে মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ। এছাড়াও স্কুলের অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, উদ্ভাবনী এবং বিশ্লেষণধর্মী দক্ষতা বৃদ্ধি করা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ লক্ষ্য। পরে অংশগ্রহণকারী সকলের মধ্যে মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি