প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : সুনামগঞ্জে ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৮:৩৭:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে কটুক্তি করায় ৭ জনের বিরুদ্ধে সুনামগঞ্জের আদালতে মামলা দায়ের করেছেন এক ছাত্রলীগ নেতা। গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার সুনামগঞ্জের আমল গ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক জোনের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আল মেরাজ পাপ্পু। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারীর মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য পিবিআই সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। মামলায় সকল আসামীই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং সকলেই প্রবাসী বলে জানা গেছে।
মামলার আসামীরা হলেন, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামের হাবিবুর রহমানের পুত্র ও সাবেক জেলা ছাত্রশিবির নেতা রায়হান আহমদ (২৫), বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পূর্বপাড়া গ্রামের নূর উদ্দিন খানের পুত্র ও মদন মোহন কলেজ ছাত্রশিবির নেতা তাহমিদ হোসেন খান (৩০), দক্ষিণ সুরমা উপজেলার লালারগাও (পুরাতন বাড়ি) গ্রামের বাসিন্দা মরহুম আফরোজ আলীর পুত্র ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা কবির আহমেদ (৩৫), সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা গ্রামের খসরু মিয়ার পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা নাজমুল আহমেদ মিনহাজ (২২), বালাগঞ্জ গ্রামের মৃত আব্দুল হামিদের মেয়ে ও ইসলামী ছাত্রী সংস্থার সমর্থক সালমা আক্তার (২৪), গোলাপগঞ্জ উপজেলার গোলাপনগর বাঘা গ্রামের সুরমান আলীর পুত্র ও সাবেক মহানগর ছাত্রশিবির নেতা সালমান মনসুর (২৫) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আব্দুর নুরের পুত্র ও সাবেক সিলেট মহানগর ছাত্রদল নেতা রানু মিয়া (২৫)।
মামলার বাদী জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ-সভাপতি ও সুনামগঞ্জের ছাতক উপজেলার কালিদাসপাড়ার আশা উদ্দিনের পুত্র আলী মেরাজ পাপ্পু (২৫) বলেন, আসামীরা সকলেই বিএনপি ও জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তারা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে নানা ধরনের কটুক্তি করে যাচ্ছে। তাই আমি বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন হয়েছি।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট কাউসার আলম জানান, প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেইসবুকে কটুক্তির প্রতিবাদে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারীর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সিলেটের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।