লালাদিঘীরপাড়ে সিলেট মহানগর জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৮:৪১:২১ অপরাহ্ন
অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে
সামাজিক বন্ধন সুদৃঢ় হবে-ফখরুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো আমাদেরই আপনজন। আমাদের সম্পদে তাদের হক রয়েছে। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দিন দিন তাপমাত্রা কমছে বাড়ছে শীত। এই সময়ে সবচেয়ে কষ্টে দিন কাটছে হতদরিদ্র শীতার্ত মানুষের। জামায়াত সব সময় আর্ত মানবতার কল্যাণে সক্রিয় রয়েছে। আপনারা সামর্থ অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ান। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।
তিনি বলেন, ক্ষমতাসীন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিলেও জনগণের কল্যাণে কোন কাজ করছেনা। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। সরকার আবারো প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। দেশপ্রেমিক জনতাকে সরকারের পাতানো নির্বাচন থেকে বিরত থাকার জন্য উদ্ধুদ্ধ করতে হবে।
তিনি সোমবার সিলেট মহানগর জামায়াতের কোতোয়ালী পশ্চিম থানার উদ্যোগে নগরীর ১১নং ওয়ার্ডের লালাদীঘির পাড় এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা এডভোকেট সিরাজুল ইসলাম ও ইফতেখার আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি