ইমদাদ চৌধুরীকে গ্রেফতারে জামায়াতের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৮:৪৬:১৩ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে ইমদাদ চৌধুরীসহ ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সিলেট মহানগরী থেকে আটক জামায়াত নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে নস্যাৎ করতে সারাদেশের ন্যায় সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। গত শনিবার নগরী থেকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সিলেট মহানগরী থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৫-২০ জন নেতাকর্মীকে আটক করে গায়েবী মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রতিদিনই নেতাকর্মীদের বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে হয়রানী করা হচ্ছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবেনা। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কারান্তরীণ জাতীয় নেতৃবৃন্দ, আলেম-উলামাসহ কারাগারে আটক সিলেট মহানগর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। বিজ্ঞপ্তি