সিলেটে বড়দিন পালিত
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৮:৪৮:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সিলেট নয়াসড়কস্থ গির্জায় উৎসবের আমেজে পালিত হয় দিনটি।
সকালে সাড়ে ১০টায় সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চে বিশ্ব শান্তি ও সব ধর্মের মানুষের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সম্প্রীতি প্রার্থনা। সকাল সাড়ে ১১টায় দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন কেক কেটে শুভ বড়দিন উদযাপন করেন। এসময় উপস্থিত ছিলেন- সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ।
এর আগে বড়দিন উপলক্ষে নগরীর নয়াসড়কস্থ প্রেস ব্রিটারিয়ান চার্চ আলোকসজ্জাসহ সাজানো হয়েছে বর্ণিল সাজে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। মঙ্গলবার ভোরে ক্যারলস গানের (ধর্মীয় সংগীত) মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১০টায় চার্চে শোনানো হয় ধর্মবাণী। সাড়ে ১০টায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল সাড়ে ১১ টায় কাটা হয় বড়দিনের কেক। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা আয়োজন করা হয়। এতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।