আলুর কেজি ৮০ টাকা!
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:১০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের আলুর বাজারে হঠাৎ নৈরাজ্য দেখা দিয়েছে। এক লাফে কেজি ছাড়িয়েছে ৮০ টাকা। বাজারে নতুন আলু আসার পরও দামবৃদ্ধির জন্য আমদানি বন্ধকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এদিকে আলুর দাম বৃদ্ধির কারণ খুঁজতে মঙ্গলবার বাজারে নামবেন বলে জানিয়েছেন বাজার মনিটরিং।
সোমবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু ৭০-৭৫ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পুরাতন আলু বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি। তবে পাড়া মহল্লার দোকানে ৮০ টাকার নিচে মিলছেনা আলু।
ব্যবসায়ীরা জানান, চলতি মাসের ১৫ ডিসেম্বর থেকে আলু আমদানির অনুমতিপত্র-আইপি ইস্যু বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, এরপরই সক্রিয় হয়ে সিন্ডিকেট। বাড়তে থাকে আলুর দর। নগরীর পাইকারী বাজারে আলুর কেজি মান ভেদে ৬০-৬৫ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭৫ টাকার আশেপাশে।
এ ব্যাপারে সিলেট জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হুমায়ুন কবির দৈনিক জালালাবাদকে বলেন, হঠাৎ করে আলুর দাম বেড়েছে। বাজারে ৬৫ থেকে ৭০টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা এর কারণ খুঁজছি। সোমবার বড়দিনের সরকারি ছুটি ছিল। মঙ্গলবার বাজার মনিটরিংয়ে নেমে ব্যবসায়ীদের সাথে কথা বলে বিস্তারিত জানবো।