জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৯:০০:০৮ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, নিত্যপণ্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের দুর্ভোগ প্রতিদিনই বাড়ছে। সমাজের গরীব শ্রমজীবি মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় অসহায় শীতার্ত শ্রমজীবি মানুষের সাহায্যে সামর্থবানদেরকে এগিয়ে আসতে হবে।
তিনি রোববার রাতে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জিন্দাবাজারস্থ অফিসে অসহায় শীতার্ত শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-১ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুন্না, সিলেট জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহমদুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা মৎস্যজীবি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, শ্রমিক নেতা দ্বীন ইসলাম, রাসেল আহমদ, মুবারক হোসেন, বাহার উদ্দিন, আলমগীর হোসেন সালমান ও আব্দুস সোবহান প্রমুখ। বিজ্ঞপ্তি