সভাপতিকে গ্রেফতারে জেলা যুবদলের ২ দিনের কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৯:০২:০২ অপরাহ্ন
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট জেলা যুবদল। কর্মসূচীর মধ্যে ২৬ ডিসেম্বর মঙ্গলবার জেলার আওতাধীন ১৩টি উপজেলায় বিক্ষোভ ও ২৭ ডিসেম্বর বুধবার ৫টি পৌরসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ নির্ধারিত তারিখে স্ব স্ব উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দকে কর্মসূচী পালনের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা বাকশালী সরকারের পদত্যাগ ও ফরমায়েসী তফসিল বাতিলের দাবীতে চলমান আন্দোলন দমিয়ে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী বিরোধী মতের নেতাকর্মীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবেনা। অবিলম্বে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিজ্ঞপ্তি