ইমদাদ-মোমিনকে গ্রেফতারে ড. এনামুল হকের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৩, ৯:০৪:৪০ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। অবিলম্বে ইমদাদ-মোমিনসহ কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
এক বিবৃতিতে বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকার একতরফা পাতানো নির্বাচন করতে দেশব্যাপী গ্রেফতার-নির্যাতন চালাচ্ছে। প্রতিদিনই বিএনপির বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। একের পর এক গায়েবী মামলা দেয়া হচ্ছে। এর পরিণতি ভালো হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের মুক্তি দিন। বিজ্ঞপ্তি